আমি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রই.....

লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ২৫ এপ্রিল, ২০১৩, ০৭:১৬:২৩ সন্ধ্যা



শুধু লাশ আর লাশ!এখন পর্যন্ত ২৪০ এর অধিক লাশ উদ্ধার করা হয়েছে।হাত নেই পাও নেই,চোখ নেই, শরীরের কোন অংশ নেই এমন উদ্ধার করা হয়েছে কয়েক হাজার। লাশের বাস্তব সংখ্যা আরো কয়েক গুন হবে। কনক্রিটের নিচে চাপা পড়ে আছে আরো অনেক লাশ...। জীবিত আছে আনেকে। আমি হতবম্ব।আমি নির্বাক।এতো লাশ আমি কি ভাবে দেখবো।শ্রমিক বলে কি ওদের জীবনের কোন মূল্য নেই।স্বরাষ্টমন্ত্রী আবার তাদের নিয়ে কি নির্মম পরিহাস।ছিঃ আমরা জাতি হিসেবে কেমন অভাগা। লাশের মিছিল নিয়ে কেমন নিষ্ঠুর আচরণ। কোথায় আজ সুশীল সমাজ?এখনো কি করে স্বরাষ্টমন্ত্রী তার পদে বহাল আছে?সুশীল সমাজ কি এই নিষ্ঠুর মানবিকতার বিপর্যয়ে রাস্তায় নেমে আসতে কি বিভেক বাধা দিচ্ছে? ছিঃ আমরা জাতি হিসেবে কেমন অমানবিক।যেখানে হাজার হাজার এলাখা বাসী নিঃস্বার্থ ভাবে খাটছে তখন সরকারী বাহিনী নিয়ে অনেক প্রশ্ন।কেন? দুর্যোগ মন্ত্রী কি স্বরাষ্টমন্ত্রীকে অনুসরন করেছে?প্রধানমন্ত্রীকে আহবান করবো তিনি যেন স্বয়ং উদ্ধার কাজে নিয়োজিত হোন। মানবিকতা বলে কি একটা আছেনা।সমালোচনা করবেন না।কাজে মন দিন।রানা প্লাজা ।আপনার দলের লোক । আপনার দল ক্ষমাতায় না থাকলে নিশ্চয় এমটি ঘটতোনা । আপনি কি করে দায় এড়াতে পারেন। না সরকারের কেউ দায় এড়াতে পারেনা।আমরা এবার অনেক মেলা দেখেছি। এত লাশের মেলা কি দেখেছি। এত বিশাল লম্বা লাশের মিছিল আর লাশে মিছিল । এই যে শেষ হবার নই।রানা প্লাজার ধংস্ব স্তুপের সামনে আমরা আজ অসহায় জাতি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রই....।

বিষয়: বিবিধ

১৩৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File